অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ ১৭শ’ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় রোববার (২৩শে জুন) দেশটির সেলাঙ্গর রাজ্যের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিকদের আটক করতে অভিযান চালানো হয়। তিন মাস ধরে ওই এলাকাটি নজরদারিতে রাখা হয়েছিল।
অভিযানের পর কামরুদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ এলাকায় বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে, তাদের মধ্যে বেশ কিছু অভিবাসীর বৈধ কাগজপত্র নেই। তাছাড়া তারা অবৈধভাবে অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থান করছে এবং বৈধভাবে অবস্থান করার শর্ত ভঙ্গসহ নানা অপরাধে যুক্ত রয়েছে।
যৌথ অভিযানে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া (জিআইএম), সেন্ট্রাল ব্রিগেড জেনারেল অপারেশন ফোর্সসহ (জিওএফ) কয়েকটি বিভাগের সদস্যরা অংশ নেন।
ওই কর্মকর্তা জানান, যেসব বিদেশি নাগরিকের বৈধতার জন্য কাগজপত্র তৈরি প্রক্রিয়া চলমান রয়েছে, তাদেরও আটক করা হয়েছে। অভিবাসন আইন ভঙ্গ ছাড়াও তাদের অনেকে অন্যান্য অপরাধেও জড়িত।
বিকেলের এ অভিযানের সময় বেশির ভাগ বিদেশি নাগরিক আবাসন এলাকায় ফুটবল খেলছিলেন। অনেকে আবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছিলেন। কেউ কেউ সাপ্তাহিক ছুটি কাটাচ্ছিলেন। ইমিগ্রেশনের উপস্থিতি টের পেয়ে কেউ কেউ গাড়ির নিচে লুকানোর চেষ্টা করে। অনেকে বাচ্চা রেখে আসার অজুহাতে এলাকা থেকে সটকে পড়ার চেষ্টা করে। তবে তাদের শেষরক্ষা হয়নি। অভিযানে কোন দেশের কতজন আটক হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।