দুঃসংবাদ নিয়েই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।

নিজের শততম ম্যাচ খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। আঙুলের চোটে ছিটকে গেছেন। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৩টায় রশিদ খানের দলের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে।

টস জিতে মিরপুরের উইকেটের কথা ভেবে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এই ম্যাচে অভিষেক হচ্ছে দুই তরুণ ক্রিকেটার ইয়াসির আলী রাব্বী ও মুনিম শাহরিয়ারের।