যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্ট্রিট পার্টিতে গোলাগুরির ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শনিবার ভোরে অঙ্গরাজ্যটির সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে এ ঘটনা ঘটে।

সিবিএস নিউজ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে। ৯৯৯ জরুরি নম্বরে কল করে একাধিক লোক মধ্যরাতে স্ট্রিট পার্টিতে যখন গুলিবর্ষণের খবর জানায় তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।

কর্তৃপক্ষ আরও জানায়, রাতের ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এবং এরই জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় দুইজন। রাতের ওই স্ট্রিট পার্টিতে তিন শতাধিক মানুষ অংশ নিয়েছিল। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি অস্ত্র। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।