মেঘ অথবা শূন্যতরঙ্গ

যেমন ধরো, একটি নিথর শয্যাকে আমরা উষ্ণ করে তুলি
ফুল ফোটাই, বসন্ত এঁকে দেই সাহারায়; বলতে পারো, মরুদ্যান

আচ্ছা, মেঘ কি ছুঁয়ে যাবে তোমাকে, যদি তোমার ভেজা চুল আমি শুকোতে না দিই

না, জলপাই বাগানটিতে আমি একা বসবো না, সোনার বুলবুলি
একক কোনো সঙ্গীতে আমাকে বিমোহিত করবে না
ভাবতে পারো, এক বিছানায় রাত কাটাতে আমরা এক হয়ে যাবো

সৈনিকেরা

সৈনিকেরা গুলি ছুড়ছে একটি পাথুরে পাহাড়ে।
পাহাড়ের চূড়োয়, শাদা মেঘের কাছাকাছি
তারা তাদের অস্ত্রগুলো তাক করে
আর মুহূর্তেই টেনে দেয় ট্রিগার
জমাট একটি শব্দ পাহাড়ের ওপাশে কান্না হয়।

সৈনিকেরা জানে না পাহাড়ের অপর প্রান্তে
তাদেরই প্রতিবিম্ব দাঁড় করানো আছে, আর তারা
নিজেদেরকেই গুলি করে হত্যা করছে।

পাহাড়ের ঝরনাটা মরে গেছে অনেক আগেই।
তীব্র গরমে, দুপুরে, সৈনিকের গা থেকে ঝরা
ফোঁটা ফোঁটা ঘামের বৃষ্টি ভেজাতে পারে না
এই পাথুরে পাহাড়ের ধাতব চোখের দুটো পাতা।