প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) এক ঝাঁক তারকা খেলোয়াড় আগেই ছিল। তাদের সঙ্গে এবার যোগ হয়েছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির নাম। সবমিলিয়ে দলটি এখন আরও ভারসাম্যপূর্ণ। এর ফলে পিএসজিকে নিয়ে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফিও নতুন করে স্বপ্ন দেখছেন। মেসিকে নিয়ে জিততে চাইছেন ইউরোপ সেরার মুকুট চ্যাম্পিয়নস লিগ। তাইতো প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসালেন মেসিকে।

স্ত্রী ও তিন সন্তান নিয়েই মেসি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। তখন পার্ক দি প্রিন্সেসে হাজারো সমর্থক। মেসিকে পাশে বসিয়ে রেখে নাসের আল খেলাইফি বলেছেন, ‘মেসিকে পিএজসির খেলোয়াড় হিসেবে ঘোষণা দিতে পেরে আমি খুব খুশি ও গর্ব অনুভব করছি। এটা আমাদের জন্য সুন্দর একটি মুহূর্ত। সবাই জানে মেসি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। মেসি মানেই ফুটবল জাদুকর।’

বিশ্বসেরা মেসিকে দলভুক্ত করলেও পিএসজি সেটি করেছে ফিফার সব নীতিমালা মেনেই। পিএসজি সভাপতি সেই কথাই বলেছেন সংবাদ সম্মেলনে, ‘কোনও কিছু করার আগে আমরা আর্থিক বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করি। আমরা জানতাম সবকিছু মিলিয়ে মেসিকে দলে আনতে পারবো। এখন মেসি আমাদের দলে যা আনতে যাচ্ছে, তা অনেক বড় কিছু।’

মেসি আসায় আরেক তারকা এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। পিএসজি সভাপতি অবশ্য বলেছেন, ফরাসি তারকা এবারও পিএসজিতেই থাকছেন, ‘এমবাপ্পে? সে একজন পিএসজির খেলোয়াড়। সে জনসম্মুখে বলেছে, পিএসজি ছাড়তে চায় না। সে এখানেই থাকছে।’