পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিদায়ী আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইনের শাসনসহ বিভিন্ন বিষয় তাদের আলোচনায় উঠে এসেছে। বুধবার মিলার এক টুইটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি জানান।
আমেরিকান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠকে আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, মানবাধিকার ও আইনের শাসনে গুরত্বসহ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা, রোহিঙ্গা সংকটের বৈশ্বিক চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছি।
তিনি বলেন, চলতি বছর ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী। আগামী পঞ্চাশ বছর এবং তারপর আরও শক্তিশালী অংশীদারিত্বের জন্য আমার দারুণ আশাবাদ রয়েছে।