আফগানিস্তানে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার চার সপ্তাহ পর নতুন সরকারের ঘোষণা এলো। ক্ষমতার ভাগাভাগি, লুট করা মালের ভাগ এবং অপহরণ করা নারীদের কথিত বিয়ে বন্টন জটিলতার কারনে প্রায় এক মাস পেছাল এই সরকার গঠন।

তব মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান এখন সরকার পরিচালনায় সম্পূর্ণ প্রস্তুত।

ঘোষিত নতুন সরকারের প্রধান করা হয়েছে, মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিরাজুদ্দিন হাক্কানীর। তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ছিলেন। তার মাথার দাম এখনো ৫০ হাজার ডলার। এছাড়া নতুন সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালেবানের আলোচিত সন্ত্রাসী নেতা আব্দুল গনি বারাদার। এই দুজনের বিরুদ্ধে বোমাবাজির মাধ্যমে শত শত নিরীহ মুসলিমকে হত্যা এবং ধর্ষণের অভিযোগ রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকার ঘোষণার অপেক্ষায় আছেন। তাই আংশিক হলেও ঘোষণা করা হল।