সিরিয়ার ইদলিব প্রদেশের একটি সবজি বাজারে রাশিয়ার বিমান হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। গতকাল রোববার (২৫শে জুন) স্থানীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

হোয়াইট হেলমেট নামের এ উদ্ধারকারী সংগঠনটি বলেছে, পূর্ব ইদলিব অঞ্চলের গ্রাম এলাকায় একটি সবজি বাজারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি জিসর আল-শুঘর শহর নামে পরিচিত।

প্রতিবেদন বলা হয়, দুটি রাশিয়ান এসইউ-২৪এস জঙ্গি বিমান ইদলিব শহর, বেনিন শহর এবং আল-আরবিন পর্বত এলাকায় পাঁচটি হামলা চালিয়েছে। এ ছাড়া একটি রাশিয়ান এসইউ-৩৪ জঙ্গি বিমান ওই জিসর আল-শুঘর এলাকার বাজারে হামলা করেছে।

স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছে, রাশিয়ার একটি বিমান ওই পাহাড়ি অঞ্চলের পাঁচটি হামলা চালায়। এরপরই সবজির বাজারে বোমা ফেলে একটি সুখোই-থার্টি ফোর বিমান।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান রওনা হয়। এরপর জিসর আল-শুগ জেলার সবজির বাজার ও একটি গ্রামে হামলা চালায় বিমানগুলো।