ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে কিয়েভ অভিমুখী রাশিয়ার একটি ছোট ট্যাংক বহর ও রেজিমেন্টকে তারা গুড়িয়ে দিয়েছে।

এই ট্যাংক বহরের কমান্ডারকেও হত্যার দাবি করেছে তারা। বৃহস্পতিবার টুইটারে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, কিয়েভের ব্রোভারি বিভাগে হামলাকারী রাশিয়ার কমান্ডার কর্নেল জাকারোভকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

টুইটারে ইউক্রেনের সেনাবাহিনী আরও দাবি করে, রাশিয়ার ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপের কেন্দ্রীয় ৯০-ট্যাংক ডিভিশনের ষষ্ঠ ট্যাংক রেজিমেন্টের অনেক সৈন্য ও যুদ্ধাস্ত্রের ক্ষতি হয়েছে।

এ হামলার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যম সিএএন ভিডিওটির সত্যতা যাচাই করেছে।

ভিডিওতে দেখা যায় রাজধানী কিয়েভ থেকে ৩৫ কিলোমিটার দূরে ব্রোভারি বিভাগের রাস্তা দিয়ে এগিয়ে আসছিল রাশিয়ার ট্যাংকের একটি বহর।

ওই সময় ট্যাংক ধ্বংস করার অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেনের সেনারা। হামলায় বিপর্যস্ত হয়ে পড়ার পর পিছু হটতে বাধ্য হয় ট্যাংকগুলো।

ভিডিওতে আরও দেখা যায় হামলার তীব্রতা বাড়ার পর রাশিয়ার সৈন্যরা ট্যাংক ছেড়ে বেরিয়ে এসে জীবন বাঁচাতে ছোটাছুটি করছেন।

এদিকে রাজধানী কিয়েভ দখল করতে পূর্ব, পূর্ব-পশ্চিম ও পশ্চিম দিক দিয়ে আগানোর চেষ্টা করছে রাশিয়ার সেনারা। তবে ইউক্রেনের ট্যাংক বিধ্বংসী অস্ত্রের কারণে তাদের গতি অনেক কমে গেছে।

সূত্র: সিএনএন