রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সেনার সঙ্গে সাধারণ মানুষরাও নেমে পড়েছেন দেশকে রক্ষা করতে। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউক্রেনের বিউটি কুইন হিসেবে খ্যাত আন্তাসিয়া লেনা।

শামিল হয়ে তিনি হাতে তুলে নিয়েছেন অস্ত্র। ২০১৫ সালে মিস ইউক্রেন খেতাব জয়ী লেনার ছবি এখন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

জানা যায়, দেশকে রক্ষা করতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন আন্তাসিয়া লেনা। এই মডেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, তিনি তার ‌দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছেন।

লেখেন, ‘যে ব্যক্তি দখলদারির উদ্দেশ্যে ইউক্রেন সীমান্তে প্রবেশ করবে তাকে হত্যা করা হবে।’

অন্য একটি পোস্টে আন্তাসিয়া মজা করে বলেন, ‘আমাদের (ইউক্রেন) সেনাবাহিনী যেভাবে লড়াই করছে, ন্যাটোর উচিত ইউক্রেনে যোগ দেওয়ার জন্য আবেদন করা।’

আন্তাসিয়া ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সৈন্যদের সঙ্গে হাঁটার একটি ছবিও শেয়ার করেছেন। দেশের রাষ্ট্রপতিকে ‘শক্তিশালী নেতা’ অভিহিত করেন তিনি।

ইনস্টাগ্রামে আন্তাসিয়ার ফলোয়ার ৭৫ হাজারের বেশি। তার বর্তমানের ছবিগুলোর বেশিরভাগই অস্ত্র দ্বারা সজ্জিত লেনাকে পাওয়া গেছে। আর এই মডেলের এমন সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা এখন সামাজিক মাধ্যমজুড়ে।

সূত্র: নিউজ ১৮