মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সাময়িক আশ্রয়দান ও মানবিক কার্যক্রমে মানবিক অবদান এবং ক্লাইমেট ভারনারেবল ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন কমনওয়েলথ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আজ শুক্রবার লন্ডন থেকে কমনওয়েলথভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২১তম বৈঠক (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয়সহ বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি চাপ বাড়াতে কমনওয়েলথ দেশগুলোর সহায়তা কামনা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ক্লাইমেট ভারনারেবল ফোরামের গুরুত্বপূর্ন সদস্য এবং অন্যতম ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতিপূরণ আদায়ে উন্নত বিশ্বের কাছে দাবি জানান।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও কথা বলেন ড. মোমেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারিজনিত অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় পররাষ্ট্রমন্ত্রী বিজ্ঞানসম্মত উপায়ে কার্বন নিঃসরণ কমানো এবং আগামী নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য প্রথম উচ্চ পর্যায়ের কানেক্টিভিটি ডায়ালগ এর কথাও পররাষ্ট্রমন্ত্রীদের স্মরণ করিয়ে দেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাশ ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল সহ কমনওয়েলথভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।