রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড (১৬০ কোটি টাকা) মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। সোমবার (৩ জুলাই) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ তথ্য জানায়।
ব্রিটিশ হাইকমিশন জানায়, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশজুড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য যুক্তরাজ্য ১১.৬ মিলিয়ন পাউন্ড (১৬০ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে।
যুক্তরাজ্যের নতুন এ সহায়তা রোহিঙ্গাদের খাদ্য, পানি ও স্যানিটেশন সরবরাহে সহায়তা করবে। এছাড়া এ অর্থ বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে, বন্যা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করবে। এ সহায়তা বিশ্ব খাদ্য কর্মসূচি (উব্লিউএফপি), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) দ্বারা বাস্তবায়িত হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। আমি যুক্তরাজ্যের ১১.৬ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করতে পেরে আনন্দিত।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।