দেশের ফুটবলে অন্যতম সেরা কোচ মারুফুল হক। ক্লাব ও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অনেক ম্যাচে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। আজকের ম্যাচটি নিঃসন্দেহে ভুলে যেতে চাইবেন উয়েফা এ লাইসেন্সধারী কোচ। এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ০-৬ গোলে হেরেছে।

সাম্প্রতিক সময়ে জাতীয় দল, ক্লাব দলের এত বড় গোলের ব্যবধানে হারের রেজাল্ট নেই বাংলাদেশের। কোচ মারুফুল হকও কখনো এত বড় ব্যবধানে ক্লাব ও জাতীয় দল কোচিংয়ে হারেননি। বেশ আগ্রহ নিয়েই অনুর্ধ্ব ২৩ দলের দায়িত্ব নিয়েছিলেন মারুফ। আজকের এই হার তাকে কিছুটা তিক্ততার মধ্যে ফেলল।

উজবেকিস্তান আগামী বছর এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলবে। বাছাই পর্বে তাদের ফলাফল গণ্য হবে না। আজকের ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ। সেই প্রীতি ম্যাচে বাংলাদেশের জন্য খুব অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে ফলাফলে।

ম্যাচের ২৫ মিনিটের মধ্যে স্বাগতিকরা ৪ গোলের লিড নেয়। প্রথমার্ধ শেষ হয় ৪-০ স্কোরলাইনে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বাংলাদেশের আক্রমণ খুব জোরালো ছিল না। পুরো ম্যাচে বাংলাদেশ অন শট টার্গেট ছিল মাত্র একটি। সেখানে উজবেকিস্তানের ১২টি। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আরো দুই গোল করলে বড় ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সৌদি আরবের বিপক্ষে। ২ নভেম্বর সৌদির বিপক্ষে খেলবেন টুটুল হোসেন বাদশারা। প্রথম ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছিল মারুফের দল। সেই ম্যাচে অবশ্য বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বীতা করেছিল।