সবার সঙ্গে আলোচনা করে বিএনপি শিগগির নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬শে জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ঈদের পর চলমান আন্দোলন আরও বেগবান হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ঈদের পর আমাদের আন্দোলন আরও জোরদার ও বেগবান হবে। আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি, তাদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করব। আমরা ইতোমধ্যেই মূলত একদফার আন্দোলনে আছি। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আমাদের অনেক কৌশল আছে। আমরা আমাদের মতো আন্দোলন করে যেতে চাই।
তিনি বলেন, এখনও সময় আছে, তাদের (সরকার) শুভবুদ্ধির উদয় হোক। তারা পদত্যাগ করে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করুক। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। সেজন্য আমাদের বক্তব্য পরিষ্কার, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ সরকার যেটা আমরা নির্বাচনকালীন সরকার, সেটি গঠন করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, একদিকে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। আরেকদিকে আমাদের দলের পটেনশিয়াল কেনডিডেটদের তুলে নিয়ে ভয় দেখানো হচ্ছে। এই অবস্থায় কীভাবে আশা করি, যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এখানে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।