জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির(বাজেট) সভায় তা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেনসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

সভায় গত ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২১-২২ অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্ত্রী দেশসেরা কৃতি অ্যাথলেট সুলতানা কামালের নামে পরিচিতি পাবে। তার নামেই নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ঢাকায় এই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু ৫ম আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় স্বাগতিক দলের প্রস্তুতিও দেখেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।