বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে সমর্থন দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেছেন, একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
বুধবার (১৪ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনার বক্তব্যে চীনের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ্য না করে ওয়েনবিন বলেন, একটি নির্দিষ্ট দেশ (যুক্তরাষ্ট্র) নিজ দেশের বন্দুক সহিংসতা, মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ তারাই আবার বাংলাদেশসহ অনেক দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিয়ে কথা বলছেন তা নয়, তিনি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাই বলেছেন।
ওয়েনবিন বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে সার্বিকভাবে সহায়তা করব। জাতীয় বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন।
তিনি আরও বলেন, আমরা জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে একটি সম্প্রদায় গড়তে সকল প্রকার আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে, জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়মাবলীকে সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সাথে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।