জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।

এর মধ্যে স্থানীয় সময় রবিবার সকাল ১১টায় মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

নিউইয়র্ক স্টেট ও সিটির স্বাস্থ্যবিধি মেনে কভিড-১৯ এর ঝুঁকি বিবেচনায় নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জাতীয় শোক দিবসের এবারের কর্মসূচি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এই আলোচনায় অংশ নিতে বা কর্মসূচিতে যোগ দিতে মিশনের পক্ষ থেকে জুম মিটিং এ যোগ দেয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ মিশনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা ও তার শহিদ পরিবারবর্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতির পিতা ও তার শহীদ পরিবারবর্গের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধির বক্তব্য এবং শোক দিবসের তাৎপর্য নিয়ে উন্মুক্ত আলোচনা।