জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে সংসদের সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়ন পেতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের স্ত্রী শেরিফা কাদের।
জাপার নেতারা বলছেন, জাতীয় পার্টির সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়নের জন্য কয়েকজনের নাম আলোচনায় আছে। কিন্তু সব দিক থেকে এগিয়ে আছেন দলের চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদের। তিনি বর্তমানে একাধারে জাপার চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করলে জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। ফলে, এই মুহূর্তে বলা যাচ্ছে না কে হবেন জাতীয় পার্টির সংরক্ষিত শূন্য আসনের এমপি।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সদস্য সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী। তার মৃত্যুতে জাপার সংরক্ষিত আসনের একটি সংসদ সদস্য পদ খালি হয়।
জাপা সূত্রে জানা গেছে, শেরিফা কাদের ছাড়াও সংরক্ষিত আসনের মনোনয়ন পাওয়ার আলোচনায় রয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য নাজনীন সুলতানা, চেয়ারম্যানের উপদেষ্টা মেহজাবিন মোর্শেদ, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নী। তবে মেহজাবিন মোর্শেদ এর আগেও দুবার জাপার সংরক্ষিত আসনের সংসদ সদস্য থাকলেও পার্টির কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এজন্য তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুবই কম।
বর্তমান জাতীয় সংসদে সাংসদ হিসেবে থাকা একমাত্র দম্পতি হলেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সংরক্ষিত আসনে তার স্ত্রী লুৎফুন্নেসা খান বিউটি। শেরিফা কাদের সংসদ সদস্য হলে বর্তমান সংসদে এমপি দম্পতি জুটি দাঁড়াবে দুটি।