রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় অভিনেতা শরিফুল ইসলাম রাজ ও লাক্সতারকা নাজিফা তুষিসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুলশান এভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে।

আহত অপর তিনজন হলেন, অভিনেতা খাইরুল বাশার, জোনায়েদ বোগদাদি এবং শরিফুল রাজের বন্ধু নাফিজ।

পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণে শিল্পীদের বহন করা ব্যক্তিগত ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গুলশান এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ফুটপাতের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাশার ব্যাপক আলোচনায় রয়েছেন।