টেলিভিশনে আবহাওয়ার সংবাদ সম্প্রচার হচ্ছিল। আবহাওয়াবিদ মেরি লি সেই সংবাদ উপস্থাপন করছিলেন। এমন সময় হুট উপস্থিত হন মেরির প্রেমিক অজিত নিনান। সম্প্রচার চলাকালেই মেরিকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন। দীর্ঘদিনের প্রেমিকের কাছ থেকে হঠাৎ বিয়ের প্রস্তাব পেয়ে তাজ্জব বনে যান মেরি। ভেঙে পড়েন কান্নায়।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমেরিকান মাধ্যম সিএসবি স্যান ফ্রান্সিসকো টেলিভিশন চ্যানেলে আবহাওয়ার সংবাদ সম্প্রচার চলাকালে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

সিএসবি স্যান ফ্রান্সিসকো জানায়, মেরি লি স্টুডিওকে সংবাদ উপস্থাপন করছিলেন। এ সময় তার প্রেমিক অজিতের দুই মেয়ে মরিয়ম ও মাদি সেখানে গোলাপ নিয়ে হাজির হয়। মেরি প্রথমে ভেবেছিলেন অজিত মেয়েদের নিয়ে স্টুডিওতে বেড়াতে এসেছেন। কিন্তু অজিত হাঁটু গেড়ে বসে মেরিকে বিয়ের প্রস্তাব দিলে তার ভুল ভাঙে। হঠাৎ বিয়ের প্রস্তাব পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্বাভাবিক ভাবেই ওই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হতে সময় লাগেনি। টুইটারে কয়েক হাজার বার ভিডিওটি দেখা হয়েছে। অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।