দেশে তৈরি মোবাইল ফোনের হ্যান্ডসেট ‘ওকে মোবাইল’। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেসিস) সহযোগিতায় এ মোবাইল ফোনসেট তৈরি ও বাজারজাত করা হচ্ছে।

বাংলাদেশের প্রথম ই বুক একুশে থেকে শুরু করে বঙ্গবন্ধুর ত্রিমাত্রিক ছবি, আজকের ওকে দোয়েল- নামের প্রতিষ্ঠান। সব কিছুতেই সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন স্বপ্নবাজ ব্যক্তিত্ব কাজী জসিমুল ইসলাম।

দেশকে নিয়ে, দেশের জন্য সব সময় ভাবেন কাজী জসিমুল ইসলাম। আর তাইতো তার ভাবনায় বার বার ঘুরে ফিরে আসে দেশীয় পণ্য, দেশীয় উৎপাদন, দেশীয় বিনিয়োগ ইত্যাদি শব্দগুলো। সেই এক দশক আগে তিনি স্বপ্ন দেখেছেন দেশীয় নিজস্ব একটি মোবাইল ফোন ব্র্যান্ড প্রতিষ্ঠার। ২০১৪ সালে তা করেও দেখিয়েছেন।

সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং ‘ওকে দোয়েল’ একটি কৌশলগত চুক্তি সই করেছে।

চুক্তির ফলে ওকে দোয়েলকে ইন্ডাস্ট্রিয়াল সিম সরবারহের মাধ্যমে ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা এবং প্রতিষ্ঠানটির কর্মীদের ডিজিটাল বিনোদন নিশ্চিত করবে রবি। সম্প্রতি রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে এ চুক্তি সই হয়েছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ওকে দোয়েলের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এর আগে বাংলাসহ বিভিন্ন ভাষায় রচিত বিশ্বের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ রচনাগুলোকে ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার প্রয়াসে প্রকাশিত হয় ‘একুশ ই-বুক’। সেটিও ছিল কাজী জসিমুল ইসলামের ভাবনা।

এটি মূলত ওকে মোবাইলের একুশে ট্যাবের একটি অ্যাপ। প্রাথমিকভাবে এই অ্যাপে জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন, শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অভিনেতা আফজাল হোসেনের ৩০টি বই সংযুক্ত হয়।

স্বপ্নচারী কাজী জসিমুল ইসলাম  এক দশক আগে স্বপ্ন দেখেন এমন এক মোবাইল হ্যান্ডসেটের যা হবে ‘বাংলাদেশের তৈরি’। আর এই স্বপ্নের সফল বাস্তবায়ন ‘ওকে মোবাইল’। নতুন এবং ব্যতিক্রমী এই উদ্যোগকে পাড়ি দিতে হয় অনেক বাধা-বিপত্তি। কিন্তু, জসিমুল ইসলামের নিরলস চেষ্টায় অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও এই স্বপ্ন সফলতার মুখ দেখেছে।

পাবলিক প্রাইভেট পার্টনারশীপপের আওতায় টেলিফোন শিল্প সংস্থার কম্পাউন্ডে মোবাইল ফোন এ্যাসেম্বলী প্লান্ট তৈরির জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আর যাত্রা শুরু করে ‘ওকে মোবাইল লিমিটেড’। ওকে, দুটি অক্ষরের শব্দ যা মানুষের মাঝে তৈরি করে একটি ইতিবাচক প্রতিক্রিয়া। শব্দটা অতি সাধারণ কিন্তু প্রভাব অনেক ব্যাপক। শব্দটির অপার সহজাত ক্ষমতা রয়েছে অভিব্যক্তি প্রকাশের। ‘ওকে মোবাইল’-এর প্রধান স্পন্সর বাংলাদেশের দু’টি প্রতিষ্ঠিত গ্রুপ ইনডিগো বিডি গ্রুপ এবং শান্তা গ্রুপ। বর্তমানে খন্দকার জামিল উদ্দিন চেয়ারম্যান এবং নাহিদ নরিন জাহান ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্বপালন করছেন।

শুরুতে কোম্পানী চারটি মডেলের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসে। তবে খুব অল্প সময়ের মধ্যে নতুন নতুন মডেল এবং যুগোপযোগী মোবাইল হ্যান্ডসেট গ্রাহকদের উপহার দেয় ওকে মোবাইল। এছাড়াও কোম্পানীর ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে ট্যাব, পিএসটিএন হ্যান্ডসেট, ইন্টারনেট মডেম ইত্যাদি দেশেই তৈরি এবং বাজারজাত করা।