মাঠের পারফরম্যান্সে সঙ্গে ইনজুরিও হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। নুরুল হাসান সোহান পিঠের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি। সাকিব আল হাসান খেলেছেন অস্বস্তি নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের ম্যাচে এই দুই ক্রিকেটারদের নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই মুহূর্তে দুজনই পর্যবেক্ষণে আছেন। পর্যবেক্ষণ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (৩০ অক্টোবর) হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এক ভিডিও বার্তায় নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, আমাদের দলে ইনজুরি কনসার্ন আছে। আগামী ২৪ ঘণ্টায় ওদের ব্যাপারে আপডেট পাওয়া যাবে। তবে তারা পরবর্তী ম্যাচ খেলতে না পারলে আমাদের সম্ভাব্য সেরা অপশন বেছে নিতে পারবো।

শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন সাকিব। এরপর অবশ্য মাঠে ফিরে চার ওভার বোলিং করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছিল তাকে। ব্যাটিংয়ে নেমেও ইতিহাস গড়েছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিংয়ে ব্যাটিং করেছেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সুপার লিগ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনাল স্বপ্ন বিবর্ণ হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের। বাকি দুই ম্যাচে জিতলেও শেষ চারের সম্ভাবনা সামান্যই থাকবে বাংলাদেশের। আগামী ২ নভেম্বর আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাহমুদউল্লাহ।