ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল শুক্রবার ঢাবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১ হাজার ৯৭৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ১৯ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষার ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) প্রবেশ করে জানা যাবে।

ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।