বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ছিল কুয়েত। দলটির বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনিই জিতলেন এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার।
ফাইনালে মঞ্চে উপস্থিত থাকতে পারেননি জিকো। তার পক্ষ হয়ে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। এর আগে গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে ৩টি, মালদ্বীপের বিপক্ষে একটি ও ভুটানের বিপক্ষে ২টি সেভ করেন জিকো। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে তারই মূল্যায়ন পেলেন বাংলাদেশের এই ফুটবলার।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের সুনীল ছেত্রী। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল।
এ সময় সাফ সভাপতি কাজী সালাউদ্দিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ অন্য কর্মকর্তারা বিজয়ীদের পদক ও ট্রফি দেন।