সাবেক শিল্পমন্ত্রী বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মঙ্গলবার সাম্যবাদী দল (এম এল) থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক জননেতা কমরেড দিলীপ বড়ুয়া কোভিড- ১৯ আক্রান্ত হয়ে সোমবার (১০ জানুয়ারি) থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) পক্ষ থেকে কমরেড দিলীপ বড়ুয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।