ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর করোনা পরিস্থিতি হয়তো হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে আবারও নিঃসঙ্গ করে তুলেছিল। এ কারণেই সম্ভবত তাকে দেখা গেলো সাবেক স্বামী জনি লি মিলারের বাসায়। কয়েকবারই নাকি যাতায়াত করেছেন তিনি। তাতেই জোরালো হচ্ছে গুঞ্জন।
ব্রিটিশ অভিনেতা জনি লি মিলার থাকেন নিউ ইয়র্কে। ‘এলিমেন্টারি’ সিরিজে শার্লক হোমস চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ানো এ তারকার বাসা থেকে কয়েক দিনের ব্যবধানে কয়েকবারই জোলিকে বের হতে দেখেছে পাপারাজ্জিরা।
১৯৯৫ সালে ‘হ্যাকারস’ ছবিতে অভিনয়ের সময় জোলির সঙ্গে প্রেম হয় মিলারের। তখন জোলির বয়স ২০। সে সময় মিলারের সাদা শার্টে হাত কেটে রক্ত দিয়ে ভালোবাসার কথা লিখেছিলেন জোলি। ওই উচ্ছল প্রেমের বিয়ে অবশ্য টেকেনি বেশি দিন। ১৯৯৬ সালেই হয় বিচ্ছেদ। জোলি দ্বিতীয়বার বিয়ে করেন বিলি ববকে। তৃতীয়বার ব্র্যাড পিটের সঙ্গে সবচেয়ে বেশি সময় টিকে ছিল সংসার।
অন্যদিকে, জনি লি মিলারের বিবাহিত জীবনের ইতি ঘটে ২০১৮ সালে। অর্থাৎ এখন দু’জনেই আছেন একা। তবে কি আবার পঁচিশ বছর অতীতে ফিরে যেতে চলেছেন দুজন?