ভারতের উত্তর সিকিমে পাহাড়ধসে আটকেপড়া সাড়ে তিন হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে। আটকা পড়ার ১২ ঘণ্টা পর তাদের উদ্ধার করতে সক্ষম হয় দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ৩৬ জন বিদেশি রয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের মংগন জেলার লাচুং ও লাচেন এলাকা। শুক্রবার ওইসব এলাকার বিভিন্ন প্রান্তে পর্যটকরা আটকে পড়েন। শনিবার সকাল থেকে পর্যটকদের উদ্ধারে নামে ভারতীয় সেনা ও বর্ডার রোড অর্গানাইজেশন।

পর্যটকদের উদ্ধারের পাশাপাশি ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলমান রয়েছে।