অস্ট্রেলিয়ার সিডনীতে গত শনিবার বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পালন করেছে বিডি কমিউনিটি হাব। এ উপলক্ষে তাদের নিজস্ব মিলনাতয়নে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডি হাবের জেনারেল সেক্রেটারি আব্দুল খান রতনের উপস্থাপনায় দর্শক উপভোগ করেন অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ক্যাম্বেলটাউন সিটি মেয়র জর্জ বিটিসীভিক। অন্যান্য অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর বেন, অজ ফানল্যান্ড’র ফাউন্ডার ব্রাইন লাল, ড. সিরাজুল হক, পিএস চুন্নু, ড. নিজামুদ্দিন, ড. আব্দুস সাদেক, কৃষিবিদ সৈয়দ ইসলাম সিরাজ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, ডাক্তার ইকবাল হোসেন, ড. রতন কুণ্ডু, মোবারক হোসেন, কৃষিবিদ জাহিরুল ইসলাম, মো ইকবাল ফারুক, সাংবাদিক আকিদুল ইসলাম, টেলিওজ সিইও জাহাঙ্গীর আলম, জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতুল্লাহ, ইঞ্জিনিয়ার সাজ্জাদ সিদ্দিকী, জাহিদ হোসেন, আবুল বাশার রিপন, মামুন হোসেন, মাল্টি কালচারাল সোসাইটি ক্যাম্পবেলটাউনের জেনারেল সেক্রেটারি শফিকুল আলম, আশিকুর রহমান, কামাল পাশা, বিডি হাবের সভাপতি আবুল সরকার, বিডি হাবের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম সাচ্চু, বিডি হাবের সহ-সভাপতি শফিক শেখ, বিডি হাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু, নবীন রহমান, বিলকিস জাহান, পূরবী পারমিতা বোস, কৃষিবিদ আব্দুল হালিম, কৃষিবিদ মো. শামছুদ্দিন, ইন্জিনিয়ার তৌহিদুল হাসান, নাফিস সৈয়দ শাবাব প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহার নেতৃত্বে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করেন শাহানা চৌধুরী ও রকি। অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে নিয়ে দেশের গান পরিবেশন করেন টেলিঅজ’র সিইও জাহাঙ্গীর আলম। উপস্থিত অতিথিদের নৈশভোজের মধ্যে দিয়ে শেষ হয় আয়োজনটি।