সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় ৪-৫ কিলোমিটার যানজট যেন এখন নিত্যসঙ্গী।

মূলত মহাসড়কের উন্নয়ন কাজ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ করে কাজ করায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে ৪-৫ কিলোমিটার যানজট রয়েছে। এছাড়া মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় থেকে মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।