সিলেট নগরীর আম্বরখানা মজুমদারি এলাকায় আপন দুই বোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা বাসার ছাদে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেন।  আজ মঙ্গলবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

তারা হলেন- সিলেট নগরের আম্বরখানা মজুমদারি এলাকার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)। তারা ৩১ নম্বর বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেয়। পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা মোবাইল ফোন ব্যবহার করতেন না। বাসায় একটি ল্যান্ডফোন ছিল। রাতের কোনো এক সময় ছাদের ওপর থাকা পিলারের রডের সঙ্গে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, তারা চার বোন। এর মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন।