সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা ও নগর উন্নয়নে একযোগে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে বাংলাদেশ ও সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দুই সরকার প্রধানের মধ্যে এই মতৈক্য হয়।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন চলাকালে মঙ্গলবার সাইড টেবিল বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন। হৃদ্যতাপূর্ণ এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সেবা বিনিময়ের ব্যাপারে দুই নেতা কথা বলেন।