শিগগিরই স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে কোনও সার্কুলার নেই। তবে আমাদের দেওয়ার জন্য তিনি রাজি হয়েছেন।’
রবিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েছিলাম। সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। তিনি আমাদের অনেক প্রশংসা করেছেন।’
জাহিদ মালেক আরও বলেন, ‘ভ্যাকসিন অ্যালায়েন্স-গাভির সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে, ফাইজার আর মডার্না দেওয়া যাবে। তাদের কাছে এই টিকার মজুত আছে বেশি। তারা আমাদের টিকা বেশি করে দেবে। আমাদের হাতে ৬০ লাখ ফাইজার আছে। আমরা ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজার দেবো। টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। অচিরেই শুরু হবে।’