স্পেনে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুনর্মিলনী করেছে প্রবাসী সংগঠন ‘ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’।

বার্সেলোনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বার্সেলোনায় নিযুক্ত অনারারি কাউন্সেলর রামন পেদ্রো বেরনাউস, ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা নূরে জামাল খোকন, ফাউন্ডেশনের সভাপতি খাদিজা আক্তার মনিকা এবং সাধারণ সম্পাদক নূরে আমীন টোকন।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাসুদা পারভিন মুন্নির তত্ত্বাবধানে এবং নাসরিফা হক ও ফারহানা আলম শিমুলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের সঞ্চালক মনজুরুল হাসান শুভ শুরুতে সংগঠনের লিখিত কর্মপরিকল্পনা পড়ে শোনান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গান এবং কৌতুক পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব চেন্সেরি এটিএম আব্দুর রউফ মন্ডল, ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলামসহ বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীরা।