দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১১ অক্টোবর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ৯৭ হাজার ৪৪ টাকা।
এর আগে গত ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণে দাম কমে ৪ হাজার ২০০ টাকা। এখন এক লাফে ২,৩৩৩ টাকা বাড়ানো হলো।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৯৯ হাজার ৩৭৭ টাকা; ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৯৪ হাজার ৮২৮ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৮১ হাজার ২৯৮ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।