রাজধানীর মোহাম্মদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২২শে জুন) ভোরে রায়ের বাজারের সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম মিয়া (৪০)। পেশায় তিনি আচার বিক্রেতা। গ্রেপ্তার নারীর নাম বানু বেগম (৩২)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন,পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেন স্ত্রী বানু বেগম। এরপর ৯৯৯-এ নিজেই ফোন করে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।