হবিগঞ্জের নছরতপুরে ট্রাকচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং সদর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ রয়েছে।