সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের ওপর একমাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একমাস পর এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে। এসময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানান প্রধান বিচারপতি। এই আদেশের ফলে একমাস হাইকোর্টের রায় কার্যকর হবে না বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল।

কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর করা আপিল আবেদনের প্রাথমিক শুনানি হয় বুধবার। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে দুটি আবেদনের ওপর একসঙ্গে শুনানি করেন।

সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা সরকারি প্রজ্ঞাপন বাতিল করে গত ৫ই জুুন রায় দিয়েছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পরদিনই আপিল আবেদন করে। মঙ্গলবার ঢাকা বিশ্ববদ্যালয়ের দুজন শিক্ষার্থী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি। তাই বুধবার সরকার ও শিক্ষার্থীদের আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ।

শুনানিতে প্রধান বিচারপতি বলেন, যারা আন্দোলন করছে তাদের মনেও ক্ষোভ আছে। যদি কারও বক্তব্য থাকে তাহলে যেনো আদালতে পক্ষ হন তারা। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আহবান জানান আদালত প্রধান বিচারপতি।

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আপিল বিভাগের এই আদেশের পর হাইকোর্টের রায় কার্যকর হবে না। আগামী ৭ই আগস্ট আপিল বিভাগে মামলাটি ফের শুনানি হবে বলে জানান আইনজীবীরা।