যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরসহ পুরো পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘হেনরি’। এরই মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সকল বাসিন্দাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ঝড়ের প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটলান্টিক মহাসগারে ট্রপিক্যাল ঝড় থেকে ক্রমেই শক্তিশালী হারিকেনে পরিণত হওয়া হেনরি স্থানীয় সময় রোববার (২২ আগস্ট) নাগাদ নিউইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশজুড়ে আঘাত হানতে পারে। হারিকেনের কারণে তীব্র গতিসম্পন্ন বাতাসের পাশাপাশি আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসও দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

এদিকে শক্তিশালী এই হারিকেনের কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হারিকেনটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার)। এছাড়া প্রবল বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের এই অংশগুলোতে কোনো ধরনের হারিকেনের ঘটনা খুবই বিরল। এর আগে ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সর্বশেষ কোনো হারিকেন আঘাত হেনেছিল। হারিকেন বব নামর ওই হারিকেনে সেসময় ১৭ জন নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র প্রশাসক ডেয়ান ক্রিসওয়েল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে বলেন, ‘হারিকেন হেনরিকে আমাদের খুবই গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। এমনকি অন্যান্য হারিকেনের মতো এটা কোনো ধরনের ভূমিধস সৃষ্টি না করলেও। কারণ তীব্র গতিসম্পন্ন বাতাস ও ঝড়ের কারণে এটা অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, ‘ঝড়ের সময় আমরা দেখতে পাবো যে- বিদ্যুৎ নেই, রাস্তাঘাটে যেখানে সেখানে গাছ ভেঙে পড়ছে। এমনকি ঝড়ের পরও গাছ ভেঙে পড়ার হুমকি রয়েছে।’