টানা ১০ দিন বন্ধ থাকার পর রোববার (২৮ জুলাই) সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি সেবা চালু হতে শুরু করেছে। কিন্তু ফেসবুক, টিকটক এখনই চালু হবে না। আজ বিকেল ৩টা থেকে ফোরজি নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে। এসময় বাংলাদেশ সচিবালয়ে ফোরজি সেবা মিলেছে। তবে শুরুতে ধীরগতি থাকবে বলে অপারেটররা জানিয়েছে।
এরআগে আজ বিকেল থেকে ৩টা থেকে সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে তিনি জানান, সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি ডাটা বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরদের জন্য থাকছে এই সুবিধা। তবে, ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে। তাদের প্রতিনিধির কাছে কিছু বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছে বিটিআরসি।
তারও আগে, পাঁচদিন বন্ধ থাকার পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। এর পরদিন ২৪ জুলাই থেকে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আছে।