খুলনা রেলওয়ে স্টেশন থেকে রাজবাড়ীর কালুখালী পর্যন্ত ১৩০ কিলোমিটার হেঁটে রেকর্ড গড়লেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় কালুখালি এসে পৌঁছান তিনি।

১৩০ কিলোমিটার হেঁটে আসতে তার দীর্ঘ ২৩ ঘণ্টা ৩১ মিনিট সময় লেগেছে।

রাজবাড়ীর আয়রনম্যান খ্যাত ইউসুফ ইকবালের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়ার তোফাদিয়া গ্রামে। তার বাবা মো. দেলোয়ার মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠ। ২০২০ সালে এইচএসসি পাশ করে উচ্চ শিক্ষায় ভর্তির জন্য অপেক্ষায় আছেন।

এর আগে, গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে হেঁটে কালুখালীতে (১৩২ কিলোমিটার) আসার রেকর্ডও করেছিলেন তিনি। ২০২০ সালে পা ভেঙে প্রায় ১৩ মাস অসুস্থ থাকার পর চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে এই রেকর্ডটি করলেন তিনি।

এ বিষয়ে ইউসুফ ইকবাল বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই স্বপ্ন, আমি হাঁটার ও দৌড়ানোর রেকর্ড গড়ব। ভালো স্পন্সর পেলে সামনে আরও এগিয়ে যেতে চাই। সরকার বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে ভারতের আলট্রা ম্যারাথনে অংশগ্রহণ করতে চাই।