বহুল প্রতীক্ষিত বাংলাদেশ কনস্যুলেট ফ্লোরিডার কনস্যুলার সেবা চালু হচ্ছে আগামী ১৪ মার্চ সোমবার। জরুরি ভিত্তিতে এবং দ্রুত মায়ামী কনস্যুলেট এর কার্যক্রম শুরু হবে বলে এফবি নিউজ টোয়েন্টিফোর সেভেনকে নিশ্চিত করেছেন দূতাবাস প্রধান ইকবাল আহমেদ।
ইতোমধ্যেই কনস্যুলেটের ওয়েবসাইটে সেবা দেওয়ার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, ১৪ মার্চ সোমবার সকাল ৯.৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত পরীক্ষামূলক কনসুলার সেবা দিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। এরপর প্রতি সোম থেকে শুক্রবার একই সময়ে নিয়মিত কনসুলার সেবা দেওয়া হবে।
এদিকে মায়ামীতে কনস্যুলেটের কার্যক্রম শুরুর খবরে দারুণ খুশি ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশিরা। এই অর্জনে ফ্লোরিডায় অবস্থিত সকল সমাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
ফ্লোরিডার প্রবাসী নেতৃবৃন্দ বলছেন, অনেক দিনের স্বপ্ন ছিল বাংলাদেশ দূতাবাস ফ্লোরিডাতেই হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফ্লোরিডাবাসীকে সেই উপহারটি দিলেন।
উল্লেখ্য, ৮টি স্টেট নিয়ে বিশাল এই অঞ্চলের প্রবাসী বাঙালিদের কনসুলার সেবার জন্য আর নিউইয়র্কে বা ওয়াশিংটন ডিসিতে যেতে হবে না। এখন থেকে মায়ামী অফিসে নো ভিসা, পাওয়ার অব অ্যাটর্নি এবং যাদের দ্রুতি দেশে যেতে চান তাদেরকে অস্থায়ী ভ্রমণের অনুমতির দেওয়ার ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে মায়ামী দূতাবাস।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, ঢাকা ক্লাব অফ ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডা, ফ্লোরিডা স্টেট যুবলীগ, ফ্লোরিডা স্টেট স্বেচ্ছাসেবক লীগ, একতারা ফ্লোরিডা, বঙ্গবন্ধু বাংলাদেশ, এবিপেক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই, বিডি সকার ক্লাব, পামবিচ সকার ক্লাব, ফ্লোরিডা বাংলা টেলিভিশন, এফবি নিউজ টোয়েন্টিফোর সেভেন ডট কম, পামবীচ ঈগল, বিক্রমপুর ফাউন্ডেশন, মুসলিম এলায়েন্স ফ্লোরিডা, হিন্দু বেঙ্গলী সোসাইটি অফ ফ্লোরিডা, মায়ামী বৈশাখী মেলা, হোপ ফাউন্ডেশন, বরিশাল সমিতি, নারী ফ্লোরিডা, চট্টগ্রাম সমিতি,ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশন অব ফ্লোরিডা। এছাড়াও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রফেসর নেসার ইউ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজ হাসান ভুঁইয়া দিপুসহ বিশিষ্ট ব্যক্তি ও সংগঠন।