ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়েছিল জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মাহবুব হাসান রকিকে। এরপর দুই পক্ষের সমঝোতায় প্রায় ২০ ঘণ্টা পর পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।

এর আগে বুধবার রাত ৯টার দিকে নির্বাচনের ফল প্রকাশের সময় অনুমতি ছাড়াই গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে প্রবেশের চেষ্টা ও ইউএনওর গাড়িচালকের ওপর হামলার অভিযোগ এনে রানাকে পুলিশে সোপর্দ করেন ইউএনও মো. তাজুল ইসলাম।

ইউএনও তাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং তার ব্যাপারে আইনী ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে অনেকের সঙ্গে আলোচনাও হয়েছে। সব মিলে আইনীভাবে পদক্ষেপ নিলাম না।

মাহবুব হাসান রানা বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত এবং মর্মাহত। কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তবে বিষয়টির সমাধান হওয়ায় এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।