মিরপুর টেস্টের প্রথমদিন ব্যাট হাতে রাজত্ব করেছিল বাংলাদেশ। কিন্তু ৩৬২ রান নিয়ে দিন শুরু করা টাইগাররা দ্বিতীয় দিনে থেমেছে ৩৮২ রানে। মাত্র ২০ রান যোগ করেই অলআউট হয়ে গেছে।  আফগানিস্তানের পক্ষে নিজাত নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারীরা।

আজ ৩৬২ রানে মিরাজ মুশফিকের ৭২ রানের জুটিতে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। অর্ধশতক পূরণের সুযোগ ছিল দুজনেরই। কিন্তু নতুন বলে খেলা শুরুর পরই আউট হন মিরাজ।  এরপর পরই  ফিরে যান মুশফিকও। প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনে অল আউট হবার আগে স্কোরবোর্ডে যোগ হয়েছে আর মাত্র ২০ রান।

প্রথম দিনের শুরতেই ওপেনার জয়কে হারিয়ে কিছু সময়ের জন্য ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। তবে তিনে নেমে ওপেনার জয়কে সাথে নিয়ে পরিস্থিতি খুব ভাল ভাবেই সামলিয়েছেন শান্ত। ওয়ানডে মেজাজে নিজের ফিফটি পূরণ করার পর সেটাকে রুপ দিয়েছেন নিজের তৃতীয় শতকে।

১৪৬ রানে আউট হওয়া শান্তকে যোগ্য সঙ্গ দিয়েছেন জয়। সাজঘরে ফেরার আগে এ জুটি গড়েছেন রেকর্ড। দ্বিতীয় উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২১২ রানের জুটি গড়েন তারা। এরপর মিদল অর্ডারে খুব একটা সুবিধা করতে পারেন নি সাবেক অধিনায়ক মুমিনুল হক এবং বর্তমান অধিনায়ক লিটন দাস। জয়ের পর ১৫ রানে মুমিনুল সাজঘরে ফিরেছেন। লিটন দাসও ফিরেছেন স্কোরবোর্ডে ৯ রান তুলেই।

এরপর দিনের বাকিটা সময় মেহেদী হাসান মিরাজকে নিয়ে ভালোই সামলিয়েছেন মুশফিকুর রহিম। দিনশেষে মিরাজ ৪৩ এবং মুশি অপরাজিত থাকেন ৪১ রানে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর পর ভালোই করছিলেন মিরাজ। প্রথম ওভারেই বাউন্ডারির দেখা পান তিনি। কিন্তু নতুন বলের খেলা শুরু হতেই ফিরে যান তিনি।

আগের দিন ৭২ রানের জুটি গড়লেও আজ দিনের শুরুতেই ফিরলেন মিরাজ। ইয়ামিন আহমদজাই এর বলে ক্যাচ তুলে দেন তিনি। সফল ভাবে সে ক্যাচ তালুবন্দি করেন আফগান ফিল্ডার আমির হামজা। ফিফটি করার সুযোগ থাকলেও ৪৮ রানেই ফিরে যেতে হল তাকে। আউট হবার আগে ৮০ বল খেলে এ রান করেছেন তিনি, চার মেরেছেন ৮ টি। মিরাজের পর ব্যাটিং এ নামেন তাসকিন আহমেদ।

মিরাজ আউট হবার পরের ওভারেই আফগান বোলার নিজাত মাসুদের বলে ক্যাচ তুলে দেন মুশফিক। মূল্যবান এ ক্যাচ নিতে ভুল করেন নি আফগান ফিল্ডার নাসির জামাল। ফলে ফিফটি পূরণ না হতেই ফিরে যেতে হল তাকেও। আউট হবার আগে ৭৬ বলে চার চারে ৪৭ রান করেন তিনি।

দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বলে মূল্যবান দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে আফগানিস্তান। মিরাজ-মুশির পর মাসুদের একই ওভারে ক্যাচ তুলে আউট হন তাইজুল ইসলামও। দলীয় ৩৭৫ রানে বাংলাদেশ আউট হবার পর তাইজুল-তাসকিন-শরীফুল-ইবাদত, টাইগারদের এ চার বোলার মিলে যোগ করতে পারেন আর মাত্র সাত রান রান। আগের দিন প্রথম উইকেট নেয়া নিজাত মাসুদের বলে শরীফুল আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৮২ রান।

আফগানদের হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বোলার নিজাত মাসুদ। অভিষেক টেস্টেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট।