যৌন কেলেঙ্কারির দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্টেটের ডেমোক্র্যাট দলীয় গভর্নর অ্যান্ড্রু কুমো মঙ্গলবার পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফট্যান্যান্ট গভর্নর ক্যাথি হোচুল। আগামী ২৪ আগস্ট এই দায়িত্ব নেবেন তিনি। এর মাধ্যমে ৩৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক। লে. গভর্নর ক্যাথি হোচুল অঙ্গরাজ্যটির ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করায় যুক্তরাষ্ট্রের সেরা ৫০ গভর্নরের মধ্যে একজন ছিলেন অ্যান্ড্রু কুয়োমো। তবে কমপক্ষে ১১ জন নারীর সঙ্গে যৌন কেলেঙ্কারির অভিযোগে তাকে নিয়ে সৃষ্টি হয় আলোচনার ঝড়। যদিও তিনি বিষয়টি তিনি তা অস্বীকার করে আসছিলেন।
প্রায় ২০০ জনের সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে কুমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন স্টেটের অ্যাটর্নি জেনারেল (ডেমোক্র্যাট) লেটিশা জেমস। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এমনই পরিস্থিতিতে মঙ্গলবার কুমো পদত্যাগের সিদ্ধান্ত জানান।
এ বিষয়ে গভর্নর কুমো জানান, এমনভাবে কাউকে তিনি স্পর্শ করেননি। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।
এদিকে ক্যাথি গণমাধ্যমে বলেছেন, আমি প্রশাসন পরিচালনায় সক্ষম। জনগণের সার্বিক কল্যাণ এবং এই অঙ্গরাজ্যের উন্নয়নে চলমান সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। কুমোর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নিউইয়র্কের অধিবাসীদের স্বার্থে এটি সঠিক সিদ্ধান্ত।
২০২৩ সালে গভর্নর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল অ্যান্ড্রু কুমোর। তিনি নিউইয়র্কের জনপ্রিয় গভর্নর মারিয়ো কুমোর ছেলে। ২০১০ সাল পর্যন্ত কুমো রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরের বছর তিনি গভর্নর হিসেবে নির্বাচিত হন।