২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ঐক্যের ডাক দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন।

হামলার ২০তম বার্ষিকীর আগের সন্ধ্যায় প্রকাশ করা এক ভিডিওতে প্রাণ হারানো দুই হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা জানান জো বাইডেন। হামলার পর উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া জরুরি কর্মীদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, টহামলার কয়েক মিনিট, ঘণ্টা, মাস এবং বছর পর যারা ঝুঁকি নিয়েছেন এবং প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা।’

শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে ৯/১১ হামলায় হতাহতদের স্মরণ করবে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘কত সময় পার হয়েছে সেটা বিষয় নয়, এইসব স্মরণ আয়োজন সবকিছু ব্যাথাতুরভাবে মনে করিয়ে দেয় যেন কয়েক সেকেন্ড আগেই এগুলো ঘটেছে।’

বাইডেন স্বীকার করেন হামলার পর মুসলিম আমেরিকান নাগরিকেরা মানুষের অন্ধকার প্রবৃত্তি-রাগ, ক্ষোভ বিরক্তির শিকার হয়। তবে তিনি বলেন তারপরেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে থেকে গেছে ঐক্য। তিনি বলেন, ‘আমরা শিখেছি যে, ঐক্য এমন এক জিনিস যা কখনোই ভাঙা উচিত নয়।’

উল্লেখ্য, আফগানিস্তানের আল কায়েদার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের চারটি যাত্রীবাহি বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলাকারীরা। এর মধ্যে দুইটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে বিস্ফোরণ ঘটানো হয়। আরেকটি বিমান পেন্টাগনে বিস্ফোরিত হয়। আর চতুর্থ বিমানটির যাত্রীরা ছিনতাইকারীদের সংঘাতে জড়িয়ে পড়লে পেনসিলভানিয়ার একটি মাঠে বিস্ফোরিত হয়।