অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ সেপ্টেম্বর) মতিঝিলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল ও ন্যুনতম মজুরিসহ সরকার পতনের একদফা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই লড়াইয়ে সবাইকে থাকতে হবে। এই দানব সরকারকে পরাজিত করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে ভাতে মারছে, পেটে মারছে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। অপরদিকে মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সুচিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের বিজয় সুনিশ্চিত। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
কনভেনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।