দেশের বাজারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও মূল্যষ্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে জিডিপি’র লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ অর্জন কঠিন হবে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে অক্টোবরের মধ্যে মূলস্ফীতি কমে আসবে বলেও মনে করছেন তিনি।
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধে তদারকি বাড়ানোর উপরও জোর দেন পরিকল্পনামন্ত্রী। মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর) সকালে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজেএফবি উন্নয়ন সংলাপে এসব কথা বলেন তিনি।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজন করে ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপ’ এর। এতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। আর মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ ভাগ। কিন্তু বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকলে জিডিপির প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী।
দেশে প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বেড়েই চলছে। এর পাশাপাশি রয়েছে দুর্নীতি। এসব রোধে তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেন পরিকল্পনামন্ত্রী। দেশের অর্থনীতি অল্প সময়ে ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন তিনি।