চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ মাসুদ রানা (৩৭)। তার বাড়ী জামালপুরের সরিষাবাড়ীর গোপীনাথপুরে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। তবে আগুন নিভলেও এখনো ঝুঁকিমুক্ত নয় কনটেইনার ডিপোটি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান। আগুন নিয়ন্ত্রণে আসার পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আরও দু’জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। তখন মৃতের সংখ্যা ছিল ৪৩ জনে। আজ বুধবার (৮ই জুন) চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে।

তিনি জানান, বিস্ফোরিত ১৫ কন্টেইনারে হাইড্রোজেন পার-অক্সাইড পাওয়া গেছে। আরও ১২টি কন্টেইনারে এমন রাসায়নিক আছে বলে শনাক্ত করা হয়েছে। সেসব কন্টেইনারে অন্যান্য রাসায়নিক পদার্থও থাকতে পারে। নিরাপত্তার স্বার্থে আমরা সেগুলো খুলছি না। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পর সেগুলো খোলা হবে।