পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজ) থেকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ৬ কর্মকর্তা।আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাইদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মতিউর রহমান শেখ, পুলিশ সদর দফতরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম, এসবির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরদার তমজি উদ্দিন আহমেদ, পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে থাকা মো. শাহ আলম এবং সারদা পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।