বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

এর আগে সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বা ডিপিসির বৈঠক হয়। মূলত এই বৈঠকে ৪৩ কর্মকর্তাকে পদোন্নতির সিদ্ধান্ত হয়। বর্তমানে পুলিশের অতিরিক্ত ডিআইজির ১২৩টি পদ শূন্য আছে। এর মধ্যে নবসৃষ্ট পদ ৮৮টি। এসব পদ পূরণে পদোন্নতির সিদ্ধান্ত নেয় সরকার। নিয়ম মেনে সদরদপ্তর ৩৯০ পুলিশ সুপারের নামের তালিকা পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. মাসুদ করিম, পুলিশের বিশেষ শাখা-এসবির এজাজ আহমেদ, রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর মো. আনিছুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. ইকবাল, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিনের (এসপিপিএন) মোহা. মনিরুজ্জামান, ঢাকা নৌ পুলিশের খো. ফরিদুল ইসলাম, রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর ড. মো. আব্দুস সোবহান, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) টুটুল চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ হাসান বারী নূর, পুলিশ সদরদপ্তরের (টিআর পদে) এআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজী, পুলিশ সদরদপ্তরের (টিআর পদে) এআইজি মো. আব্দুর রাজ্জাক, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আলমগীর কবীর, পুলিশের বিশেষ শাখা-এসবির মো. মনিরুজ্জামান, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মোছা. ফরিদা ইয়াসমিন, পুলিশ সদরদপ্তরের এআইজি বেগম হাসিনা রহমান, পুলিশ সদর দপ্তরের এআইজি বেগম রেবেকা সুলতানা, ১১ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক বেগম শাহীনা আমিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম রুমানা আক্তার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম কানিজ ফাতেমা, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বেগম সুলতানা নাজমা হোসেন, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মো. জোবায়েদুর রহমান, পুলিশের বিশেষ শাখা-এসবির বেগম ফরিদা ইয়াসমিন, হাইওয়ে পুলিশের মো. হামিদুল আলম, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রশীদুল হাসান, ১২ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক তোফায়েল আহাম্মদ, ট্যুরিস্ট পুলিশের সঞ্জয় কুমার কুন্ডু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. নিজামুল হক মোল্যা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এস এম এমরান হোসেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মুহাম্মদ সাইদুর রহমান খান, ঢাকা রেলওয়ে পুলিশের সাইফুল্লাহ আল মামুন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) খান মুহাম্মদ রেজোয়ান, পুলিশের বিশেষ শাখা-এসবির মো. আসাদ উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আমির জাফর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. সাজিদ হোসেন, পুলিশ সদরদপ্তরের এআইজি বিধান ত্রিপুরা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেলাল উদ্দিন, কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের নরেশ চাকমা, ঢাকা ট্যুরিস্ট পুলিশের ড. একেএম ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জ অফিসের মো. জিয়াউল হক ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

এছাড়াও আরেক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সুদান মিশনে কর্মরত) হাসান মো. শওকত আলী, পুলিশ সদর দপ্তরের এআইজি (শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থানরত) বেগম সহেলী ফেরদৌস, পুলিশ সদর দপ্তরের এআইজি (টিআর পদে) বেগম শামসুন্নাহারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।